শাম্তিনিকেতনে রবীন্দ্রনাথ
মুক্ত মনের ভাবনা নিয়ে,
বিশ্ব জুড়ে নজির গড়ে
বৃক্ষ তলে শিক্ষা দিয়ে।
প্রথাগত শিক্ষা ছাড়াও
আরো ছিল মনের বিকাশ
মুক্তাঙ্গনে শিক্ষা ধারায়
দিক্ বিদিক ছড়ায় প্রকাশ।
বিশ্ব জোড়া সম্মানটাও
হলো চুরি ভবের ঘরে,
কৃষ্টি সংস্কৃতির অবমাননা
অশ্লীলতায় যাচ্ছে ভরে।
রাজনীতি আজ বড় বালাই
পড়ছে চরণ এই বাটে,
বৈষম্যের রাজনীতিতে
উঠছে পাঁচিল মেলার মাঠে
হিংসা প্রতি হিংসা হতে
মুক্ত হোক মনের জমি,
বিভাজনের প্রাচীর ভেঙ্গে
শান্ত হোক অশান্ত ভূমি।
২৮/০৮/২০