আজকে দিদার মহা চিন্তা
আজান দেয় মোরে,
আসছে দাদুর পুরনো বউ
আসছে আবার ফিরে।
আঁচল ভেজায় আঁখি জলে
আঁধার একটি ঘরে,
আক্রমন করে কটু বাক্যে
আক্রোশে রয় ভরে।
আস্ফালনে কাঁপায় গৃহ
আস্পর্ধা তো কম নয়,
আগুণ ছেঁকা করবে তারে
আরক্ত নয়নে রয়।
আকাল ঘরে আসছে সতিন
আক্কেল জ্ঞান হীন,
আছাড় মেরে ভাগাবে তারে
আসবে যে দিন।
আমি এসে সান্ত্বনা দি
আঁখির মুছাও জল,
আসুক না হয় থাকবে কদিন
আমড়া গাছের ফল।
আইবুড়ো রে তুইতো দেখি
আঁকুপাঁকু হোস তার জন্য
আকর্ষিত হোস চুম্বক যেমন
আতিথেয়তাই হোস ধন্য।
আশ্চর্য হলাম তোমার বাক্যে
আড়ষ্ট হল আজ মন,
আসবো না আর তোমার বাড়ি
আজীবন এই পণ।