মানবতা আজ পথেতে লুটায়
কোথায় বিবেকের মূল্য
ষাটোর্ধ নারীর শ্লীলতাহানী
এ আচরণ পশু তুল্য।
মন্দির মসজিদে গীর্জাতে দেখি
ভীড়ে আজ ঠাসাঠাসি,
ভক্তবাঙ্ছা ভিখারির রূপে
পথের ধুলায় বসি।
প্রতিযোগিতার মন্ডপে দেখি
বাহুল্যের ছড়াছড়ি,
গ্রামীণ শিশুরা খিদার জ্বালায়
পথে যায় গড়াগড়ি।
নেতা যারা আজ ভোটেতে দাঁড়ায়
শিক্ষিত মহাজন,
আখের গুছাতে সদাই রত
গরীবের নাহ্য ধন।
শিক্ষিত বেকার চাকরির আশাই
দ্বারে দ্বারে কড়া নাড়ে,
নেতার বেটার জাল শংসাপত্রে
চাকরিটা নেয় কেড়ে।
সামান্য দুটাকা ভিখারীকে দিতে
নাই নাই নাই রব,
টপ আপে, নেটে, হোটেলের বিলে
আনন্দের উৎসব!
কোথায় বিবেক?
এসো হে বিবেক মানুষের মনে
মানুষত্ব দাও ভরে,
জাগুক বিবেক অপরের তরে
মানুষের অন্তরে।