-কে?
=আমি মধুমিতা। চিনতে পারলে না বুঝি?
-তুমি?
=হ্যাঁ আমি। কেমন আছো?ফোন কর না যে?
-আসলে...
=আসলে কি? আমি তা জানি;সুখে থাকো।
-কি বোলছো?
=তুমি প্রিয়াকে ভালবাসো তাই না?
-সম্পূর্ণ ভুল।
=আমাকে আর ঠকাও না তুমি।
-তুমিই আমার।
=আর বলো না, ভালো লাগে না।
-কেন ভুল বুঝছো;
=ভুল বুঝার কিছু নেই।
-তবে কেন এ  বলছো?
=আমি দেখেই বলছি।
-কি দেখেছো, বলো তাহলে?
=কাল পার্কে দেখেছি।
-এক বন্ধু নিয়ে গিয়েছিল।
=প্রিয়াও ছিল তো?
-ছিল; তবে সে পরে এসেছিল।
=কথা বানাচ্ছো।
-বিশ্বাস করো.., তোমাকে ভালবাসি।
=সুখে থেকো;
-তোমাকে ছাড়া আমি যে, বাঁচবোই না।
=অসহ্য!
-আমাকে ভুল বুঝো না, প্লিজ মধুমিতা...
=আহ্‌!
-তোমাকে ভালবাসি ভালবাসি ভালবাসি...
=উঃ!


দুই প্রান্তে দুইটি মোবাইল চুর্ণ বিচুর্ণ হয়ে গেল।