ফেসবুকেতে আলাপ হলো
ম্যাসেঞ্জারে চ্যাট,
একে অপরের হৃদয় মাঝে
খুলল প্রেমের গেট।
কিন্তু এদের মিলন মাঝে
সবচেয়ে বড় বাধা,
মালতির ঘরে আছে স্বামী,
কানুর আছে রাধা।
কানু লিখছে- "বউয়ের সাথে
করবো না আর ঘর",
মলাতি লিখছে- "হাড়গোড় সব
জ্বালিয়ে দিল বর"।
এমনই করে কাটল কদিন
মধুর ভালবাসায়,
একে অপরে করবে দেখা
তাতেও হলো সায়।
কানু বলে-"চলো তবে আজ
কৃষ্ণ সরোবরে,
আজ দুজনায় মিলবো মোরা
আদর সোহাগ ভরে"।
মালতি বলে-"থাকবো আমি
কদম গাছের তলে,
ঘোমটা মাথায় থাকবো ওগো
তুমিই দিবে তুলে"।
যথা সময়ে কানু এসে...
"তুমি কি মালতি"?
ঘোমটা হতে মাথা নেড়ে
জানালো সম্মতি।
ধুকপুকানি বাড়ছে জোরে
কানুর বুকের দিল,
ভাঙ্গা বয়সে দ্বিতীয় বারে
খুলবে প্রেমের খিল।
মুখোমুখি বসতে গিয়েই
উঠল প্রেমের ঢেউ,
ঘোমটা খানি তুলেই দেখে
সামনে নিজের বউ!!!
আজকে নাকি ফার্স্ট এপ্রিল
এপ্রিল ফুল হয়,
ধন ধনা ধন জিও ফেসবুক
ফেক আইডির জয়।