জগৎবাসী জানে তোমায়
তুমিই পালনহার,
জগৎবাসী জানে তোমায়
তুমি সৃষ্টি-সংহার।
তোমায় পেতে পূজা অর্চনা
দেবালয়ের দারে,
তুমি তো বিরাজ করো প্রভু
জগৎ সংসারে।
সাধন ভজন আরাধনায়
লিপ্ত সকল জীব,
তোমার আশীষে ধন্য হতে
নারী পুরুষ ক্লীব।
কিন্তু কি আশ্চর্য
তোমায় পেতে নরনারীগণ
হন্যে হয়ে ফিরে,
আর তুমিই কি না বিরাজ করো
আমারই অন্তরে!