বন্ধ ট্রেন বন্ধ বাস
বন্ধ যাতায়াত,
বিশ্ব যেন থমকে গেছে
স্তব্ধ রাতারাত।
দুনিয়া জুড়ে মারণ ব্যাধি
করোনার গ্রাসে,
শঙ্কিত আতঙ্কিত সবে
মৃত্যু নামক ত্রাসে।
পেটের টানে দেশ বিদেশে
ছড়িয়ে মজুর দল,
দুঃসময়ে হারিয়ে গেছে
মাটি পায়ের তল।
পরিজায়ী শ্রমিক যত
হটাৎ দিশাহারা,
স্বজন টানে দিকবিদিকে
ছুটছে পাগলপারা।
ছুটছে শুধুই ছুটছে তারা
ক্লান্ত চরণ দুটি,
জুটছে আবার পুলিশের হাতে
নির্মম ঘাত লাঠি।
শূন্য উদর শুষ্ক কন্ঠ
শূন্য টাঁকের কড়ি,
পূর্ণ শুধুই মনের জোরে
লক্ষ্য শুধুই বাড়ি।
কোলে-পিঠে-কাঁধে রুগ্ন শিশু
পশ্চাতে পরিজন,
হাজার মাইল দিচ্ছে পাড়ি
সম্বল শুধু মন।
ক্লান্ত চরণ থেমে যায় যদি
যাক না ওরা মরে,
ধনীদের তরে পথে প্রান্তরে
ওরাই তো কাজ করে।
ওরাই উপেক্ষিত আজ
ওরাই নিরুপায়,
বিদেশ হতে আমলা আনার
সরকারের সে দায়।
করোনার থেকেও মহামারীতে
পরিযায়ী নর বামা
মৃত্যু গহ্বরে ঠেলে দিয়ে আজ
রাষ্ট্র চাইছে ক্ষমা।
০১/০৪/২০