একদিন আমিনা আকাশ দেখতে বেরোল।
পলাশ বনের মাঠ,
রায় দীঘির জঙ্গল,
চরাবালির নদীর ঘাট,
তাল পুকুরের সরিষা ক্ষেত;
তন্নতন্ন করে আমিনা আকাশ খুঁজল।
সেই পাখি ডাকা প্রভাতে বের হয়েছে,
সারাদিন চিরুণী তল্লাশি করার পর
ঠিক গোধুলী বেলার সাঁঝে...
এক বুক নিরাশা নিয়ে ফিরে এলো;
কোথাও আকাশ খুঁজে পেল না।
অবশেষে সারাদিনের পিপাসা,
খিদায় ক্লান্ত অবসন্ন হয়ে,
খাটিয়া নিয়ে আঙিনায় শুয়ে পড়ে,
আর আশ্চর্য হয়ে যায়.....
নিযুত নিযুত ঝিকিমিকি করা
তারা নক্ষত্র খচিত
এক আকাশ আকাশ দেখে;
আমিনার চোখে জল ছল্ ছল্ করতে থাকে!