এই তো সেদিন ঘটক এসে
জানালো তোমার কথা,
এই তো সেদিন দুই পরিবার
ছড়ালো মিলন বার্তা।
এই তো সেদিন বরের বেশে
গেলাম তোমার দ্বারে,
বরযাত্রী, আত্মীয়,স্বজন
বাদ্য সহকারে।
আমার আগমনের তরে
সজ্জিত নানান ফুলে,
কপালে এঁকে চন্দন ফোঁটা
জয়মালা দিলে গলে।
এই তো সেদিন বরণ ডালাতে
সিঁথিতে সিঁদুর দিয়ে,
আজীবনের তরে গ্রহণ করে
এসেছিলাম নিয়ে।
এই তো সেদিন আজো চোখে ভাসে
সেদিনের সব স্মৃতি,
হাসিতে খুশীতে প্রেম অভিলাষে
একটি দশক ইতি।
দশটি বছরে আজও কোনদিন
দাওনি ব্যথার পরশ,
মান অভিমান হয়েছে অনেক
বেড়েছে তাতে হরষ।
তোমার সে বৃন্তে প্রস্ফুটিত আজ
দুইটি কুসুম ডালে,
পুত্র কন্যায় সুখী দাম্পত্য
অভাগা এই কপালে।
এই ভাবেই যেন ভালোবাসো প্রিয়
গেয়ে গেয়ে মিলন গান,
তোমার মুখের হাসি ফোটাতে
উৎসর্গ এই প্রাণ।
পুরোনো লেখা।তাই এ নিয়ে যেন কেউ শুভকামনা জানাবেন না।