আজকেই হোক শুভারাম্ভ
এ শুভ দিন কাল,
টলমল এই সমাজ নাওয়ের
আজকেই ধরি হাল।
সাক্ষী রয়েছে ইতিহাসের পাতা
আজকের এই দিনে,
পরশুরাম হয়ে এসেছিল বিষ্ণু
কঠিন কুঠার হেনে।
আজিকের দিনে বেদব্যাসও
মহাভারত মহা গাথা,
সত্য যুগের অবসানেতে
শুরু হল যুগ ত্রেতা।
সপ্ত বংশ উদ্ধার হেতু
এ দিনেই ভগীরথে,
নেমে এসেছিল পাপ মোচনে
গঙ্গা মর্তের পথে।
মহাদেব আজি সন্তুষ্ট হয়ে
কুবেরর তপস্যায়,
ধন ধান্য বিত্ত বৈভবের
বর দিল অবলীলায়।
আজিকের দিনে রত্ন কিনলে
ধনে ধান্যে বাড়ে সুখ,
শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে
হরিবে মনের দুখ।
হোক শুরু তবে আজিকের দিনে
অমানবিকতার যুদ্ধ,
হিংসা, দ্বেষ, বিদ্বেষ, জ্বালা
ঘৃণা, তাচ্ছিল্যে পথ রুদ্ধ।
হানাহানি আর মারামারির
দিকে দিকে হোক অবসান,
আজি শুরু হোক শপথ রক্ষার
নারী ও শিশুদের মান।
অনৈতিকতা অত্যাচারের
পদদলিত হোক সব নীতি,
অপসংস্কৃতির যুক্তি ভেঙ্গে
পুজিত হোক সংস্কৃতি।
আজি শুরু হোক সৌহার্দ্য আর
ভালবাসা প্রেম প্রীতি,
সমৃদ্ধি, আনন্দে পূর্ণ হোক
অক্ষয় তৃতীয়ার তিথি।