শারদীয়ার ঢাক ঢোলেতে
আজ উঠেছে রোল,
পূজোর ছুটি পেয়ে আজ
ছেলেরা বাধছে গোল।
প্রতি পাড়ায় মণ্ডপেতে
ঘুরবে মজা করে,
এমন দিনে থাকতে পারে
কেউ আবদ্ধ ঘরে?
ঢাক ঢোলেতে বোল উঠেছে
ঢেংকাড়াকুড় রবে,
ছেলে বুড়ো মাতোয়ারা সব
আনন্দ উৎসবে।
নতুন পোষাক পরে সবাই
আনন্দে মশগুল,
ঢাকের তালে কোমর দোলে
নাচের হুলস্থুল।
বাগতি পাড়ার ফুটকি সোনা
একলা ঘরে আছে,
ফুটকির তরে নতুন জামা
তার মা কিনতে গেছে।
বাবা তো তার পাগল হয়ে
কোথায় নিরুদ্দেশ,
সে দিন ভুলে তাদের ঘরেও
এসেছে পূজোর রেশ।
এই সুযোগে একটা অসুর
ফুটকিতে চড়াও হয়,
জোর পূর্বক আক্রমনে
ফুটকিরও হয় ভয়।
কাপড় ছিঁড়ে, টেনে হিঁচ্ড়ে
ধর্ষণে লিপ্ত হল,
ফুটকি, নাগালে বঠিন পেয়ে
মাথায় আঘাত দিল।
আঘাতের পর আঘাত করে
রুধির ধারা বহে,
চামুণ্ডা রূপ ধরে ফুটকি
দাঁড়ায় কঠিন হয়ে।
রক্তাক্ত ও বিভৎস রূপে
নগ্ন মাথা হতে পা,
দৌড়ে এসেই সবাই বলে
'এই তো দূর্গা মা'