যুগ যুগ ধরে ভারত ভূমি
পরাধীনতার যন্ত্রণায়,
শাসিত হয়েছে কঠোর শাসনে
মির্জাফরদের মন্ত্রণায়।
হুন এসেছে মোঘল এসেছে
বর্গীরা এসেছে দেশে,
ইংরেজ এসেছে শাসন করতে
সৌদাগরের বেশে।
যুগে যুগে তুমি জন্ম নিয়েছো
যুগেযুগে করেছো মুক্ত,
স্বাধীনতার তরে সংগ্রামী হয়ে
বারেবারে দিয়েছো রক্ত।
আজও যে আবার ভারতভূমি
পরাধীনতায় ক্লান্ত,
খুন,রাহাজানি,ছিনতাই,ধর্ষণ
অসহিষ্ণুতায় অশান্ত।
শাসিতদের হাতে শোষিত হয়ে
চলছে লুটত রাজ,
ঘুষ, তোলাবাজি,সিণ্ডিকেট ও
চলছে দালালবাজ।
আজো তো দেখি মির্জাফররা
ধনের পাহাড় গড়ছে,
যদু, মধু আর খেটে খেটে খাওয়া
গরীবেরা আজ মরছে।
আরেকটি বার এসো হে বীর
এসো হে অস্ত্র হাতে,
অত্যাচারীদের উচ্ছেদ করো
সংগ্রামী সংঘাতে।
শোষণ শাসন মুক্ত করতে
এসো হে আরেকটি বার,
আরেকটি বার চিহ্নিত করতে
গরীবদের অধিকার।