ঘর থেকে পা ফেলতে গিয়ে
মনে দুটি ভাবনা এলো,
এক প্রান্তে নীরব জঙ্গল
অন্য প্রান্তে শ্মশান ছিলো।
শ্মশানের দিকে পা বাড়ালাম
পায়ের নিচে ঠেকলো খুলি,
"পথিক একটু সামলে চলো"
করুণ স্বরে উঠলো বুলি!
"সময় থাকতে হও সাবধান
এই কথাটা জানিয়ে দিলাম,
অহংকারে পূর্ণ কভু...
তোমার মতোই মানুষ ছিলাম।"