এইটুকু চিহ্ন তোমার
থাকবে বই এ এবং বুকের ভিতর
আলোড়ন তুলবে আয়লার প্রাদুর্ভাব নিয়ে,
কিম্বা রক্তের গতি বৃদ্ধি পেয়ে
হৃদয়টাকে তোলপাড় করবে
শুনামীর ঢেউয়ের মতো।
জানিনা তোমার অন্তর জুড়ে
কতদূর বিস্তার লাভ করতে পেরেছি;
কতদিন ধুবে না
আমার রক্ত স্নাত তোমার রুমাল,
কিম্বা কতদিন ভাসবে চোখে
তৈলচিত্রের মতো আমার পাংশু মুখ?
ভাবলে ব্যথা লাগে
আর মাত্র কয়েক মূহুর্ত পর
ভূমিকম্পে বিধ্বস্ত ধংস স্তুপের মতো
স্মৃতির চিহ্নটুকু নিয়ে
বিচ্ছেদের বেদনায়
সরে যেতে হবে
এক অনন্ত ব্যবধানের সীমানায়।
শুধু মনে পড়বে...
আমার আঙুলে
তোমার ব্যণ্ড এড এবং
ক্ষীণ থেকে ক্ষীণতম পরিসরটুকু।
আর তুমি
কি জানি.........?
আর আমার
থাকবে বইয়ে এবং বুকের ভিতর
এইটুকু চিহ্ন তোমার......।।