গত কালকের কবিতার পর.....



দ্বার দিয়ে কেন আসলে নাকো
জানালায় দিলে ধরা,
বেনারসী শাড়ি ঘোমটা মাথায়
অপরূপ মনোহরা।
তোমায় দেখে প্রেমের তরে
আমি যে দিশাহারা,
কেন ছল চাতুরি লুকোচুরি
আমায় দাওনা ধরা।
তোমায় পেয়ে দীন হৃদয়ের
কাটুক জীর্ণ জরা,
মিলন সুখে বিলিন হয়ে থাক
পরাণ আত্মহারা।
ভুল ভাঙ্গলো, ভাঙবো না তোমার
সুখে সংসার গড়া,
তুমি চির সুখে থেকো, আমার
প্রেম থাক অধরা।