"জঙ্গল হাসছে হা হা হা হা
পাহাড় হাসছে হি হি হি হি,"
অশান্তি আজ নেইকো কোথাও
মঞ্চে দিদির জবাব দিহি।
গলসি কিম্বা ভাটপাড়া হোক
অথবা হোক জঙ্গি পাড়া,
অজ্ঞাত বাসে নিশির যাপন
নিস্তব্ধতা আজ নজর কাড়া।
মুমূর্ষু প্রাণ রক্ষা করে
সেবার কাজে নিযুক্ত যারা,
তারাও দেখি আজ আক্রান্ত
রাজপথেও আজ রক্তধারা।
দিকেদিকে আজ চলছে গুলি
বোমাবাজিতেও নেই নিস্তার,
সৌহার্দ্য বোধ লুপ্তপ্রায়
রাম রহিমে খুব বিস্তার।
সংরক্ষণ আজ বড় প্রহসন
নিম্নজাতি পায় না মান!
কৃষকেরা আজো আঁকড়ে মাটি
ফড়েদেরকেই বিকছে ধান।
রাজ্য জুড়ে কাজের আকাল
শিল্পের নাম পাকোওড়া চপ,
শিল্পপতির মঞ্চ জুড়ে
লগ্নিকারীর শুনছি ঢপ।
ভেকেন্সী আজ নেতার কোটায়
প্রতিযোগীতার হুলুস্থুল,
ডিগ্রী লাভের ভর্তি ফাইল
উচ্চাকাঙ্ক্ষায় পড়ছে ধূল।
হা হতাশা চতুর্দিকেই
তবুও শুনছি উন্নয়ন,
ঝাঁন্ডা হাতে শবের মিছিল
চেতনাহীন আজ জনগণ।
গত বছরের লেখা।