ঝগড়া করে দিদার সতিন
ঝাঁঝালো তার বাণী,
ঝংকারে তার কথা যেন
ঝাঁসি রাজ্যের রানী।
ঝর্না ধারায় আমার দিদা
ঝরঝর বহে কান্না,
ঝোপ ঝাড়ের কাষ্ঠে করে
ঝিমা আগুনে রান্না।
ঝুনা মাল দিদার সতিন
ঝুলনায় দুলতে থাকে,
ঝুনা পোড়া রূপের গড়ন
ঝলমল শাড়িতে ঢাকে।
ঝেঁটাপেটা করবে দিদা
ঝোপ বুঝে কোপ মারবে
ঝুঁটি ধরে টানবে যখন
ঝাড়েমূলে দুখ সরবে।
ঝামাপোড়া দাদু আমার
ঝংকার দিয়ে বলে,
ঝগড়া ঝাঁটি করলে দুজনা
ঝোলা ধরে যাও চলে।