কাজের ফাঁকে বাংলা কবিতা ডট কম খুলে দেখি,
অসংখ্য কবিতারা এসে ভিড় করে নয়নের দ্বারে।
জীবনে যেমন আসে সুখ-দু:খ, হাসি-কান্না,আনন্দ-বেদনা।
কেউ ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাই,
কেউবা ফলের ডালি নিয়ে হাজির,
আবার কেউ কেউ জীবনের বিদ্বেষ জ্বালা, বিরহ যন্ত্রনা,দৈন্যতার করে বর্ণনা ।
আমি বলি তোমরা সায়াহ্নে এসো
ফুরসতে করবো মোরা আনন্দ বেদনার ভাগাভাগি।
তারপর ক্রমে ক্রমে নেমে আসে গাঢ় অন্ধকার,
আবার খুলে দেখি বাংলা কবিতা ডট কম,
দু:খ বেদনায় ভারাক্রান্ত কবিতারে করি আলিঙ্গন।
ধীরে ধীরে প্রগাঢ় হয় রাত্রি,
লজ্জিত অবগুণ্ঠিত মুখ ঢেকে আসে
এক একটি প্রেমের কবিতা
বুকে, কপোলে, ওষ্ঠে করে প্রণয় চুম্বন।
এভাবেই হয়ে যায় নিশীথ যাপন।
রচনা
০৪/০১/২০১৮
নিজ গৃহ কুটির