বাদল ভাঙা চোখের জলে
যখন আমি গেলাম ভেসে,
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন
কেউ ছিল না আমার পাশে।
সুখের সময় সবাই সখা
পাশ ফিরে রয় সুখ ফুরালে,
পূর্বপুরুষ বলে গেছেন
কেউ থাকে না বিপদ কালে।
আবার সুযোগ খুঁজে তারা
কোন কিছু আপদ হলে,
দূরে দাঁড়িয়ে হাসিতে থাকে
ফেলে আমায় গভীর খালে।
আবার কেউ জিজ্ঞাসা করে-
"জায়গা জমি বিকবে নাকি,
তোমার এখন টাকা জরুরি
তাই আমি তোমার কাছে থাকি।"
আমি বললাম কর জোড়ে
"আমার কাছে আছে টাকা",
ভদ্রলোক বলেন রেগে-
"তবে আমায় কেনো দাওনি দেখা,
আমিও তো টাকা পাবো
আগে আমার পাওনা দাও গুনে"।
মড়ার উপর খাড়ার ঘা
আমি হতবাক্ হলাম শুনে!
বলি-"চোখ থাকতে অন্ধ তুমি
দেখো নি গরীব দুখীর জ্বালা,
আজ হইতো আমি দু:খিত
কাল হতে পারে তোমার পালা।
বিপদ কালে যে পাশে থাকে
সহযোগিতায় আসল ধন,
সেই তো আসল সুজন সখা
সেই তো আসল আপনজন।"