ওরে সুখ দু:খের চিরসাথী
আজ আনন্দে উৎসবে মাতি
করব রে হৈ চৈ,
আয় ছুটে আয় পেখম তুলে
একে অপরের মিলব গলে
নাচব তা তা থৈ।
প্রেম এসেছে দখিন হাওয়াই
আজ আনন্দের সীমা যে নাই
মন হল রঙিন,
রঙ মাখালো পলাশ ফুলে
রাঙিয়ে দিয়ে যায় শিমুলে
আয়রে সঙ্গীহীন ।
অম্রকুঞ্জে আমের মুকুল
দিশাহারা আজ মৌমাছি কূল
কোকিল ডাকে কুহু রে,
শাখাই শাখাই নব কিশলয়
প্রভাত হাওয়াই সুবাস বয়
পাপিয়া ডাকে পিহু রে।
মন পরানে হরষ জাগে
তোর পিরিতের অনুরাগে
আজি এ বসন্তে,
খেলবো আজি রঙের খেলা
সকাল বিকাল সারাটি বেলা
নাচবো রে আনন্দে।