'ভালবাসার একটা দিন'!
সত্যি যদি থাকে,
চুয়াল্লিশটা শহীদের প্রেম
থাকবে আমার বুকে।
মাতা,ভগ্নী,জায়া,কন্যায়
তুচ্ছ ভেবে যারা,
দেশের প্রতি ভালবাসায়
জীবন বিলোয় তারা।
তারাই হলো 'অমর প্রেমিক'
ভারতের বীর সৈন্য,
মোদের সুখ শান্তি, তাদের
বলিদানের জন্য।
আজ পশ্চিমীদের অনকরণে
করছো আহামরি,
পুলওয়ামায় শহীদদের প্রতি
আমার ১৪ই ফেব্রুয়ারী।