ক্ষত বিক্ষত পথ
ছিন্নভিন্ন মন
চলছে রোজ পাশাপাশি
বছরের অন্তিম দিন
ভাবনায় নববর্ষের রেজেলিউশন
ক্ষতপূরণ হবে
হঠাত্ সম্মুখে সে
ক্ষত পূরণ আর হবেনা
ভাঙা সাইকেল-মন
ঘুরছে সময়- চাকা
নাহ্ ! বছর পুরনো হয়
তবু ক্ষত পুরোনো হয়না
(মুকুল)