কিছু ভাঙা ভাঙা টুকরো ভালোবাসা
তোমার উষ্ণ স্পর্শে ধীরে ধীরে আসছে
কাছাকাছি , গড়ে তুলতে চায় নিজেকে ;
আগের মতো করে | ইমারত বানাবে |
মরীচিকাকে জীবন ভেবে পথিক আগায়েছে
সামনে, প্রতিক্ষনে মন ভাঙে তবু চলছে…
টুকরো হওয়া ভালোবাসা তোমায় দেখে
শীতের নরম দুপুর ভেবে নয়তো পশ্চিমে
অস্ত যাওয়া সূর্যের লালিমায় তাকে
আটকে রাখার এক শেষ চেষ্টা এরপরই
নিকষ কালো অন্ধকার আর আমি …