তোকে নিয়ে লেখা কবিতা,
কুয়াশা হয়ে পড়ুক ঝরে |
সময় পেলে ;
মাখিস সারা শরীর জুড়ে |

তুই আমার বনলতা ,
তুই আমার বেলা বোস,
আমি কখনও বলবনা
"রঞ্জনা আমি আর আসবনা" |

শীতের সকালের ঘাসে ,
শিশির যেমন  থাকে |
তেমনি,
যৌবনের এক সকালে ;
ছিলাম তোর ঠোঁটে |

সময় এখন চৈত্রমাস ,
কুয়াশার দেখা নেই
বৃষ্টিও নেই
ঝিন্টি নেই |

শব্দরা গেছে হারিয়ে ,
অপেক্ষারা সব  দুর্বিষহ |
মনের মগজে,মগজের মনে
ঘোরাফেরা করছে শুধু ,
"ফিরে এসো অপরাজিতা"
আমি আর হাঁটতে পারছিনা |

হাঁফ ধরেছে প্রানে ,
মেদ ধরেছে মনে ,
ইনহেলারও কাজ করেনা  |
দম বন্ধ হয়ে আসছে ;
প্লিজ , আর না কোরো না |