আমার কিছু গোছানো অভিমান
সন্ধ্যার বেলি গাছের গোড়ায় পড়েছিল
ঠিক তোমার অভিযোগের মতোই।
ভোরে বেলি ফুলের গন্ধ নাকে আসতেই
সন্ধ্যার ফুলগুলো অভিমান হয়ে ঝরে পড়তো
তাই বলেকি সব অভিমান প্রেমের ভাষা পায়

সন্ধ্যার সিঁড়িতে চুল খোলা দেখে ভেবেছিলাম তুমি প্রেমিকা। কিন্তু প্রেমের দীর্ঘ শ্বাসও তো পায় না।
অথচ কি মাধুর্যময় প্রেমগুলো আমায় ডাকছে।
কিন্তু অভিযোগের বেড়া জ্বালে আটকে আমি যেতে পারছি না।
কি নিদারুণ কষ্ট।  এখন মরাবাড়ি ধূপ পোড়া গন্ধে দেহ ভাসে। দাঁড়াও   লাবনী'কা
এবার তো বলে যাও 'আমারও মরণ হোক'