মনে হয় আমি তোমাকে হাজার বছর ধরে চিনি
যখন পৃথিবীর কোন কিছুই সৃষ্টি হয়নি তারও আগে থেকে।
আমাদের কোন অভিমান ছিলো না, পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে এলেও আমাদের কোন অভিমান জন্মাবে না। তোমার মুখের  লাবণ্যতায় আমি পৃথিবীর রূপ দেখেছি।

কৃত্রিম পৃথিবীর কোন রূপ আমায় আকৃষ্ট করতে পারেনি, কোন অভয়ারণ্য নয় ,কোন রঙ্গিন শহরও নয়।

ঘরের সিলিং থেকে একটি টিকটিকির লেজ খুলে পড়লো, গভীর রাতে তোমাকে পাবো বলে কোন ভয় আমাকে ছুঁতে পারে না।

তুমি প্রেমিকা হয়ে আগলে রেখেছো
সমুদ্রের তলদেশে থেকে ভেসে উঠা নীল তিমির মতো ,স্বপ্নের গভীরে ভেসে উঠো তুমিও।

তুমি প্রেমিকা,তুমি স্বপ্ন চারিনি
রুবি এক ভালোবাসার নাম,
রুবি এক কবির কবিতা।
রুবি এক মৃত্যুর পরও বেঁচে থাকার নাম।

আমি তোমাকে চিনি  হয়তো চিনি না
আমাদের কোন প্রেম জন্মায়নি এখনো তবুও জীবনের পালতোলা নৌকা ভেসে বেড়ায়, উম্মাদের মতই।
কখনও হিজলবন ,কখনও মিশরের নীলনদ,কখনবা  এমনি ঘিরে থাকও হয়তোবা থাকও না।

আমাদের প্রেমগুলো অতি উষ্ণ,প্রেমটা বাচিয়ে রাখার চেষ্টায় হিমালয় পাড়ি দিলাম।
আর স্বপ্নগুলো বেঁচে খেলাম ,তোমার প্রেমটা কিনবো বলে।
জানো আমি না একটু বেখেয়ালি , বেহিসেবি, তোমার আশে নিজেকে এলোমেলো করে ফেলি।

তুমি যে প্রেম, তুমি প্রেমের কলসি।
তোমার চোখে ডুবে থাকি সারাক্ষণ, তোমার প্রেমের গভীর সমুদ্র একশ টা সমুদ্রের চেয়েও গভীর।
আমি সাঁতরে যাচ্ছি অনর্গল।

তোমার গভীরে ডুবে যেতে চাই বলেই বেঁচে থাকা
তুমি এক ভালোবাসা
রুবি এক ভালোবাসার নাম।