পৃথিবীর ব্যালকনিতে দাঁড়িয়ে  থাকতে দেখে
মৃত শালিকের পালকের মতো ভেসে আসে দুঃখ।

যে ছেলেটা গোলাপে কাঁটা আছে বলে
যুবতী গাছটা  ছিঁড়ে ফেললো অপ্রেমীকের মতো।

যদি  বাইশ বছর পর শুকনো পাঁপড়ি গুলো আবার ঝরে পড়ে, বুকে
তবে আমি প্রেমিক হতে চাই!

শূন্যের উপর গা ভাসিয়ে মেঘে উঠে গেলাম

এই তো সেদিন কাঠের জানালা দিয়ে প্রেম ঢুকে না বলে
কাঠওয়ালা কে বেশ গলা লম্বা করে বকলাম।

তারপর, শাদা শাদা কাঁচের জানালা লাগালাম
এখন রোদের মতো অনায়াসেই ঢুকে পড়ে প্রেম।

আমি বসন্তের গান শুনি
সোঁদা মাটির গন্ধ আমারও নাকে আসে।

তাই আমি প্রেমিক হতে চাই!

আমি মেঘের মতো শীতল
গাছের মতো ধৈর্য্য শীল,
ছায়ার মতো শান্ত
আমি বৃষ্টির জন্য অপেক্ষা করতে শিখেছি।

আমি সমুদ্রের মতো গভীর
আকাশের মতো উদ্বার,
অতএব: আমি প্রেমিক হতে চাই!