সূর্যফুলটা ফুটে আছে, প্রেমিকার সংসারে
এখন নুন উৎসব চলছে।
তোমাদের সংসারে আমায় ডেকো না
ক্লান্তির এক চোখ ঘুম নিয়ে ফিরে যাবো।

সূর্যের উলঙ্গ নাচ, রোদের মহৎসব
নুনঘাম সমুদ্রের জলে, আমাদের একটি প্রজন্ম ভেসে যাচ্ছে।

ধমনীর গোড়ালি ছুঁয়ে ধমনীর জন্ম
ভেতরে মৃত্যুর এলাহী উল্লাস
ভেতরেই ধ্বংস, উৎসব।
নিয়মিত ধ্বংসের ঢেউয়ের ভেতর আমি।

এখন কোন নিরাপদ শহর নেই..!
শ্বেতরক্ত কনিকা চুমুক দিয়ে শুষে নেই বিষবালি।
এখন আমি নুনঘামের অভিজ্ঞ মালী।