তোমাদের অবজ্ঞায় আমি বড় হচ্ছি
মানুষ তোমায় চিনতে শিখলে বদলে যেতাম
এই ভেবে নিজেকে  ভুল করি, দুপুর সন্ধ্যা রাত্রি
তোমার মতো, রূপ নিয়ে আর জন্মাতাম না।

তোমায় চিনতে শিখলে, সারাদিন সারারাত তোমার মহে , তোমার পিছু ছুটতাম না।
তোমায় চিনতে শিখলে
চব্বিশ ঘন্টা তোমায় নিয়ে ভাবতাম না।

মানুষ তোমায় চিনতে শিখলে বদলে যেতাম
এই ভেবে, তোমায় নিয়ে সারাটা দিন উদাস মনে ঘুরতাম না।
হারিয়ে যেতাম না,  তোমাদের ভিড়ে মুখ মুখোশের  আড়ালে।

ধূসর রঙের স্বপ্ন গুলো ,  
মেরেছে কেন রোজ..?
মানুষ তুমি মানুষ হয়ে মানুষ'রে বানাও ভোজ।
মানুষ তুমি এমন কেন..?
চরিত্রে তোমার জং ধরিয়েছ,
একবার তুমি নিজের মনের কথাটা শুনো।

মানুষ তুমি মানুষ হয়ে একবার জন্ম নাও।

মানুষ তোমায় চিনতে শিখলে বদলে যেতাম।
এই ভাবে আর হৃদয়খানা, পুড়ত না।

মানুষ তুমি বলতে পারবে..?  কোন ঈশ্বরের নাম জপিলে মানুষ ,মানুষ হয়ে জন্ম নেয় ..?
মানুষ তোমায় চিনতে শিখলে বদলে যেতাম
তুমি আমায় চিনতে পারতে না।