ঈদের সকাল,শীতল ভোরে
ঈদগাহেতে যাবো ছুটে
থাকবো না আর বন্ধ ঘরে।

ঈদের দিনে দুঃখী যারা
তাদেরও যে ডাকতে হবে
নতুন পোশাক আড়ালেতে  দুঃখগুলো ঢাকতে হবে।

ঈদ মানে এক নতুন সকাল
মায়ের হাতের নতুন খাবার
তুমি-আমি ঘুরতে যাবো তারকাটার'ই এপার ওপার।

ঈদ মানে তো সুখের পরশ
মান অভিমান ঘুচিয়ে দেওয়ার দিন
যত আছে হিংসা বিবাদ মিটিয়ে দিবো ঋণ।