আমার একাকীত্ব আমার আত্মা
সব কিছুর জন্ম মৃত্যু থেকে
আমার মৃত্যুই আমার জন্মের উত্তর
দেহের ভেতর প্রতিক্ষন সে নিরব নিষ্কম্প
হৃদপিন্ডকে আন্দোলিত করে
প্রতিটি দমে আমি বিশ্বাস করি আমি আছি ...সেও আছে...
শারীরিক ভোগে যারা প্রানের আলোকে স্তব্ধ করে ফেলেছে
তাদের কামনা বাসনা অপেক্ষা শুধু একটাই মৃত্যু ।
আমি ভাল নেই , কারন আমি বেঁচে আছি
তোমরা ভাল আছ ? জানি নেই
কারন তোমরাও বেঁচে আছ
আমাদের শরীর এখন মাটির উপরে
যারা মাটির নিচে ঘুমিয়ে আছে তারা ভাল আছে
বেঁচে থাকা মৃত্যুকে শুধু ভয় পেতে শেখায়..
আমাদের সামনে নেশা ধরা আলোর পৃথিবী
যৌবনের আত্নসুখ
সাথে আনন্দময়ী উপাদানও আছে- যেমন
ভাত ও অস্ত্র
ভোগের প্রতিশ্রুতি ....তাও
কিন্তু সবার অলক্ষ্যে সেও আছে থাকবে ছায়ার মতন
আমাদের বাঁচাতে
আমাদের ভাল রাখতে ।
আমাদের হূদয়
আমাদের ক্ষত
আমাদের বসতবাটি
আমাদের আকাশ
আমাদের মুখমণ্ডল
আমাদের হাত
আমাদের চোখ
আমাদের কফিন
সব কিছুর জিম্মিদার মৃত্যু ।
জীবনের লালসা থেকে
ভাইয়ের পিঠে ভাইয়ের ছুরি থেকে
শাসকদের কথার ফুলঝুরি থেকে
ভন্ড ধর্মগুরুর খঞ্জর থেকে
সেই আমাদের বেঁচে থাকার একমাত্র আনন্দের উৎস ।