ভোরের শিশির দেখেছি
দেখেছি ঘাসে তার বিচরণ,
রোদের ঝিকিমিকি প্রতিফলন
আর দেখেছি সবুজের আবরণ।
হেঁটেছি রোজ সকালে
লেগেছে পায়ে তার স্পর্শ,
শিশির ভেজা পায়ে
চলেছি আমি খুঁজতে তার উৎস।
দেখেছি তার হারিয়ে যাওয়া
সময় যতো হয়েছে অতিক্রান্ত,
পারিনি ধরতে তারে
বার বার হয়েছি পরিশ্রান্ত।
ভোরের রোদের আলো লেগে
হয়েছে সে আলোকিত,
সে আলোর ছটা এসে
মনকে করেছে পুলকিত।
পুলকিত মন বারে বারে
ধরতে চেয়েছে তারে,
পারিনি ধরতে, মুঠিতে পুরতে
হারিয়ে গেছে অবশেষে।
রচনাকালঃ ৯ জুলাই ২০১৭ খ্রিষ্টাব্দ