হয়ত বলতে চাই কিছু কথা
তুমি শুনবে না বলে,
সাহস করি না,
ফের ওকথা মুখে আনতে।
পথ ভুলে যাই অন্য পথে
আমার গন্তব্য হতে অতি দূরে।
যেখানে নেই সেই প্রজাপতি
ডানা যার রাঙা অতি,
প্রসারিত হয়ে ছড়ায় জ্যোতি।
আমি সে পথ ভুলে,
কথামালা ভুলে,
স্তব্ধ হয়ে থাকি বসে।
কি করে সে কথা বলি!
সংকোচ বোধ করি।
কি করে বলি, কি করে বলি!
আমি তোমায় ভালোবাসি,
প্রজাপতি।
ভালোবাসি প্রজাপতি
তোমার রঙিন ডানা,
ভালোবাসি প্রজাপতি
তোমার উড়ে চলা।
ডানার শব্দ ক্ষীণ অতি
তবুও তোমায় ভালোবাসি,
প্রজাপতি।
রচনাকালঃ ৩০ জানুয়ারি ২০১৮ খ্রিষ্টাব্দ।