তুমি ছিলে ওগো ছিলে আমার সনে,
মিশে ছিলে আমার দু'নয়নে।
জলভরা ছল ছল আঁখি মেলে,
দূর হতে দাঁড়ায়ে দেখেছি তোমারে।
আমার ছায়া ছাড়িয়ে,
শূন্যে গেলে হারিয়ে।
তুমি ছিলে ওগো ছিলে আমার সনে,
মিশে ছিলে আমার দু'নয়নে।
যখন প্রভাত এলো আমার দুয়ারে,
আলোর ঝলক দেখা দিল চরণে।
শূন্য ঘরে বন্য হয়ে রইলাম পড়ে,
রইলাম স্মৃতি ঘিরে।
তুমি ছিলে ওগো ছিলে আমার সনে,
মিশে ছিলে আমার দু'নয়নে।
চঞ্চল হাওয়া দোলা দেয় জানালাতে,
দুলে ওঠে পর্দা ওগো ভয়ে।
ঘাট হারানোর ভয়ে তরী ভাসে,
ভাসে নোঙ্গর ফেলে হাঁটুজলে।
তুমি ছিলে ওগো ছিলে আমার সনে,
মিশে ছিলে আমার দু'নয়নে।