স্থিরচিত্র,
শত ক্রোশ দূরে থাকা মানুষ গুলোকে
এক ফ্রেমে বেঁধে রাখে আজীবন।
এখানে থাকে না কোন ব্যস্ততার অজুহাত
থাকে না কোন রোগ-শোক-বেদনা।
স্থিরচিত্র,
কখনো হাসায় কখনো কাঁদায়
কখনো থাকে শুধু এক টুকরো স্মৃতি হয়ে।
একদা ফেলে আসা সময় গুলোকে
চাইলে ফেরানো যায় না।
চাইলে স্থিরচিত্রে ফিরে যাওয়া যায়
সেই সোনালি সময়ে।
যে সময় ক্ষণিকে ছুঁয়ে যায় হৃদ স্পন্দন
শিহরিত করে প্রতিটা লোমকূপ।
স্থিরচিত্র,
ক্ষয়ে যাওয়া চঞ্চলতাকে
আবদ্ধ রাখে এলবামের আয়ত খামে,
প্রদীপ নিভে অন্ধকার হবার পরেও।