ক্ষয়ে যাওয়া ইতিহাসের পাতা থেকে
একটি শব্দ ছুটে আসে।
একটি শব্দ, শব্দের তরী।
অতি ক্ষুদ্র সে তরী,
বয়ে নিয়ে আসে সুবিশাল কথামালা,
একটি জনপদ, জনজীবন, রাজকীয় বহর।
একটিই শব্দ, অতি ক্ষুদ্র
রেখে যায় স্মৃতিচিহ্ন অনড়
ছেঁড়াপাতার ক্ষুদ্র সে শব্দ পুন্ড্রনগর।