চোখের কোণে কখন যে জল জমেছে
টের পাই নি !
বিন্দু বিন্দু জলকণাগুলোর প্রবাহ,
একত্রে গড়ে তুলেছে অশ্রুধারা ।
অবিরত ঝরছে আর ঝরছে
থামবার কোন অবকাশ নেই।
এ জলের উৎস কোথায়?
ঠিক নির্দিষ্ট উৎস নেই বোধহয়!
ঝরনার মতো এ জল
চলতি পথে প্রতিটি দুঃখ, কষ্ট, আঘাত হতে
ফোটা ফোটা জলকে সাথে নিয়ে নেয়।
যেখানে এসে আর সামনে যাওয়ার মতো
নির্দিষ্ট কোন যায়গা থাকে না,
সেখানে - চোখের বাইরে
ঝরনার মতো ভূপাতিত হতে থাকে।
যার কারনে উৎপত্তি,
তার কারনেই শেষ পরিণতি।