শিশির ফোটা পড়ছে ঝরে
দূর্বা ঘাসের ডগায়,
হাত বাড়িয়ে ধরতে গেলেই
লজ্জাতে মুখ লুকায়।
শূন্যে থাকা ঘন কালো মেঘ
উড়ে যায় দক্ষিণ কোণে,
একা বসে নদীতটে মন
জলের শব্দ শোনে।
হঠাৎ কানে আসে শব্দ চেনা
হৃদয়ে জাগায় দোলা,
পথ চেয়ে কেউ আমার আশায়
ভুলে বসে আছি এবেলা।
নীল শাড়িতে কি অপরূপ
যেন সে নীল পরী!
সান্ধ্য সমীরে ছড়িয়ে পড়ছে
তার নূপুরের ধ্বনি।
রচনাকালঃ ২৬ সেপ্টেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ