আমিও কলেবরে বৃদ্ধি পেয়েছি
দৈর্ঘ্যে, প্রস্থে, বেধে।
সব কিছুর সাথে করোটির ভিতরে,
সুরক্ষিত ভাবে বেড়েছে আমার মস্তিষ্কও।
বোধকরি আর দু-চার জনের চেয়ে
আকারে ও ওজনে দুভাবেই বেশি।
তাইতো আশেপাশের সব মস্তিষ্ক হার মানে আমার কাছে
ওদের সুকৌশলে হারিয়ে আজ আমি সমাজপতি।
লোকে একটু বাড়াবাড়ি করে আমাকে নিয়ে
করুক না,
দোষ কি?
ভালোই লাগে যখন লোকে সুস্থ মস্তিকে
কিংবা শানিত নয়নে,
অবলোকন করতে পেরে অথবা না পেরে
সবচেয়ে দামী চেয়ারটায় আমাকে বসায়।
বসাবেই না কেন,
যারা চেয়ার এগিয়ে দেয়
ওদের তো আর কিছুর অভাব নেই
অন্তত ক্ষমতা যতদিন আমার হাতে।
বছর জুড়ে ওরা যা পায়
সামনে তার চেয়ে বেশি পাওয়ার আশায়
ইলেকশনে আমার নামে দুচারটে মিথ্যে
অনায়সে তো বলায় যায় !
এ-তো সত্য
ইলেকশনে হারলে আমার কিছু হবে না,
বছর পাঁচেক ক্ষমতায় থেকে
আরও পনেরো বছরের আয় আমার হয়েছে।
ওরা যা পেয়েছে তাতে দু'চার বছর হয়ত যাবে
তার পর.?
আমার স্বার্থে নয়
ওদের গুটিকয়েক মুখের দিকে তাকিয়ে,
নিরবে মিথ্যে আখ্যা গায়ে মেখে নেই।
আমজনতার স্বার্থ ?
একার পক্ষে অতো কি দেখা যায়.!