কবে যেন হেঁটেছিলুম নগ্ন পায়ে এই মেঠো পথে
চাষীদের সরষে ক্ষেত মাড়িয়ে নদী ছাড়িয়ে দক্ষিণে,
দিগন্ত ছুঁয়ে দেখব বলে।
এখনো রয়ে গেছে কাদা পথে সে পায়ের ছাপ
শুধু আমি নেই মিশে গেছি নীল আসমানে
তবুও রোজ নিশিতে ফিরে আসি তোমায় দেখার ছলে।