আমি ক্ষুধার্ত,
খাবার চাই,
যে খাবার খেলে,
থাকবে না কোন অহংকার।
যে খাবার খেলে,
থাকবে না কোন রাগ, ক্ষোভ, লোভ।
আমি অনেক দিন হলো খাই না,
কেউ আমাকে খাবার দেও,
নয়তো উৎসের ঠিকানা দেও।
আমি খাবার চাই,
যে খাবার খেলে,
আমার সব হিংস্রতা হবে নষ্ট ।
আমি বন্যতা ভালোবাসি,
তবে হিংস্রতা নয়।
কেউ আমাকে সে পথ বলে দেও,
যে পথের শেষে আমি শান্ত থাকব,
ক্ষুধা আমায় জ্বালাবে না।
আমি খুব ক্ষুধার্ত,
আমাকে খাবার দেও
নয়তো আমি হিংস্র হয়ে উঠব,
রাগান্বিত হয়ে হুংকার দেব,
ক্ষোভে সবাইকে আক্রমণ করে বসব।
আমি ক্ষুধার্ত,
আমাকে খাবার দেও,
নইলে আমার ভালোথাকা হবে না।