এইখানে এই পথের বাঁকে
আমি থেমে থাকি,
একটু হেঁটে মনে মনে
নানান ছবি আঁকি।
রং নেই তুলি নেই
নেই কোন ক্যানভাস,
রং-তুলি ছাড়া কল্পনাতে
আঁকা আমার অভ্যাস।
ভালো লাগে আঁকতে আমার
মনে আসে যা,
গাছের ডালে পাতার ফাঁকে
আঁকি হনুমানের ছা।
গাছের ডালে ঝুলে ওরা
বাড়ায় গাছের রূপ,
কেউ এসে পূজার ছলে
জ্বালায় কাঠি-ধূপ।
মন্দ নয় কল্পনাতে
নানান আঁকিবুঁকি,
আঁকতে গিয়ে থমকে গেলে
হারিয়ে ফেলি ছবি!