শেষ হবে কবে এ যাত্রার ক্লেশ
প্রতি মুহুর্ত দিচ্ছে মৃত্যুর রেশ
মানুষ দিশেহারা
প্রকৃতি বাঁধনহারা
গৃহবন্দি থেকে বলো এই আছি বেশ।
যেদিন হবে এ যাত্রার যবনিকাপাত
মঞ্চ কাটাবে প্রশান্তির রাত
মুদ্রিত নয়নে
পুষ্পিত শয়নে
মঞ্চ উঠবে হয়ে প্রফুল্ল নবজাত।
অতীত কর্ম দিচ্ছে মানবের তরে শিক্ষা
পুরাতন ভুলে গিয়ে নিতে হবে নতুন দীক্ষা
প্রকৃতি গুরু
নবতর শুরু
দমাতে হবে অমনুষ্যত্ব যতই থাকুক বুভুক্ষা।