তবুও নিভৃতে  
অগোচরে
জল ঝরে
বেদনারা করে উপহাস,
তিমির রাত্রি জুড়ে
কালো ধোঁয়া ওড়ে
কে বোঝে কার হাহুতাশ।
যদিও নিরালায়
কঙ্কন ঝলকায়
হাতছানি দেয় প্রেম,
খুঁজো নাকো চাঁদ
সফেদ মরণ ফাঁদ
সজ্জিত মরীচিকা হেম।