স্বপ্নময়ী রঙিলা ফাগুন
সজ্জিত করে ফুলে ফুলে চারিদিক,
ছড়িয়ে বিমোহিত স্নিগ্ধ সৌরভ,
বিদায় নিয়েছে অগোচরে।
ফাগুন রেখে গেছে অনেক কিছু
ক্ষতবিক্ষত শীতের প্রকৃতি দেহে,
দিয়ে গেছে নতুন প্রাণের ছোঁয়া।
বিনিময়ে কিছু কি দিয়েছি ?
অথচ সবুজের প্রাচীর টপকে,
ছিঁড়ে নিয়েছি সদ্য পরিস্ফুটিত বিটপকে।
শেষ সৌন্দর্য অবধি ছিনিয়ে
রিক্ত করে দিয়েছি ফিরিয়ে।
একটি গাছও রোপণ করি নি,
ফাগুনের আঙিনা কোণে।
কত কৃতঘ্ন আমরা !
ক্ষমা করে দিও হে ফাগুন
আর হবে না এ কর্ম,
চৈত্র দুপুরে বুঝেছি তোমার মর্ম।
করলাম সংকল্প এই আজ,
অক্ষুণ্ণ রাখতে তোমার তাজ,
মোর সব খোলা আঙিনার পাছ
লাগাবো হরেক চারা গাছ।
ফাগুনের কাছে রইল এ আমার প্রতিজ্ঞা।