আর কত ইতিহাস পড়বে,
কতোই বা বীরের কাহিনী শুনবে ?
আর কতকাল বলতে পারো,
পাতার পরে পাতায় গ্রথিত থাকবে ওরা!
ওরা বইয়ের পাতায় বন্দি থেকে,
মরচে ফেলছে সৌর্যবীর্যে ।
ওরা বন্দি দশা থেকে মুক্ত হতে চায়,
ওরা আবার আসতে চায় বাংলার বুকে,
হুঙ্কার দিতে চায় প্রতিবাদী কন্ঠে ।
ওরা আবার সালাম হতে চায়,
ওরা রফিক, শফিক, বরকত হতে চায়,
ওরা আসাদের রক্তেমাখা লাল শার্ট হতে চায়,
ওরা আবার বাংলায় আসতে চায়।
ওরা দেখা দিতে চায় তোমার দেহে,
ওরা একটা শরীর চায় প্রতিবাদ জানাতে।
আর কত নির্যাতিত হবে তুমি ?
কোটা নয় কারো অধিকার,
কোটা ক্ষমতার অপব্যবহার ।
তুমি ইতিহাস হতে পারো,
হতে পারো উজ্জ্বল তারা বাংলার আকাশে।
এসো ছাত্রবন্ধুর সাথে রাজপথে,
এসো কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে,
এসো জয় ছিনিয়ে আনতে রাজপথে,
এসো ইতিহাস গড়তে রাজপথে ।
ইতিহাসের সোনালি পাতা তোমায় ডাকে
এসো ইতিহাস গড়ি।