এই রাস্তায় কত সিগন্যাল ভেঙেছি
তুমি আর আমি রোজ রিক্সায়
হুড তুলে আড়ালে ঘুরেছি মাঝ সন্ধ্যায়।
হাতেতে গুজে গোলাপের কলি
মিছেমিছি খেলেছি জলকেলি
শীতের দুপুরে ডুবেছি শুভ্র কুয়াশায়।
আজ এই পথে কেউ আসে না
আসতে মানা
সিগন্যাল ভাঙার নেই কোন তাড়া।
এখন উল্টো পথে কোন গাড়ি চলেনা
ভিখারি থালা বাড়িয়ে কিছু বলে না
মুখরিত নগরীতে নেই কোন মানবের সাড়া।
বহুদিন পদদলিত হয় নি মেঠো রাস্তার কাঁচা ঘাস
নির্ভয়ে পাখিরা গাছে করছে বাস
সবুজ ফেলছে বাড়িয়ে তার শ্বাস-প্রশ্বাস।
শেয়াল গুলো বেড়ায় চষে পিচঢালা পথে
হুঙ্কার ফিরে আসে আদি মাঠে
এ রাজ্য তার - হয়েছে ঠিক বিশ্বাস।
সব কিছু ঠিক আছে
আজ তুমি আর আমি বেসামাল
হাতড়িয়ে খুঁজছি নিজ প্রাণ।
আজ ঘুরছি না এই রাস্তায়
আর ভাঙছি না কোন সিগন্যাল
প্রকৃতি নিজের মতো -তুমি আর আমি শুধু ম্লান।