এ ইতিহাস অনেক দীর্ঘ
অনেক আগেকার,
কালো হাতের অশুভ শক্তি
ছেয়েছিল একবার।
পলাশীতে ছিল কালো হাতের উত্থান
দুইশ বছর তার অত্যাচার,
নিভু নিভু করে তবুও নেভেনি
জ্বলেছে বাঙালির অন্তর।
এক তিতুমীর হয়েছে পরাজিত
হাজারো তিতুমীর হয়েছে সৃষ্টি,
এক প্রীতিলতা দিয়েছে আত্মাহুতি
লক্ষ প্রীতিলতা হয়েছে তার সাক্ষী।
কে দেখেনি কে শোনেনি
এই সেই বাঙালি,
রক্তে যাদের স্বাধীনতা মেশা
কন্ঠ যাদের প্রতিবাদী।
কে রাখবে দমিয়ে এদের
কে করবে বন্দি !
এই সেই ইতিহাস
যার প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা লাইনে
আঁকা আছে বিজয়ের কাহিনী।
এই সেই বাংলা, এই সেই বাঙালি
পরাশক্তির অধীন হতে
এরা কখনো শেখেনি।
এরাই সেই বাঙালি
যাদের থেকে কেড়ে নিতে চেয়েছিল
মায়ের মুখের বুলি।
এই সেই বাংলা, এরাই সেই বাঙালি
যারা, রক্ত দিয়ে ইতিহাস গড়েছে
রুখে দিয়েছে কালো হাতের অশুভ শক্তি।
এই সেই ইতিহাস
যার প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা লাইনে
গ্রথিত আছে
বাংলা ভাষার জয়ধ্বনি।
এরাই সেই বাঙালি
শাসন, শোষণ, বঞ্চনায় অতিষ্ঠ হয়েও
মরতে এরা শেখেনি।
একটি মুখের কথায় উজ্জীবিত হয়ে,
নতুন ভোর দেখার প্রত্যয়ে,
দুহাতে অস্ত্র উত্তোলিত করে,
প্রশিক্ষিত হায়েনাগুলোকে পরাস্ত করে,
নতুন পতাকা দিয়েছে উপহার।
এই সেই বাঙালি, এটিই এদের ইতিহাস
যার, প্রতিটা পৃষ্ঠায়, প্রতিটা লাইনে
লেখা আছে এরা দুর্নিবার।
রচনাকালঃ ৯ ই ডিসেম্বর ২০১৭ খ্রিষ্টাব্দ