মাথা ভরা বর্ষার বারি নিয়ে
দাঁড়ায়ে আছি হাটু জলে,
শত প্রহর ধরে পথ চেয়ে আছি
যদি দেখি সে নয়ন কোন ছলে।
দূর পাহাড়ের কন্যা সে যে
থাকে নাকো লোকালয়ে,
লাজুকলতায় লুকোয় মুখ
যদি দেখে সে আমারে।
রেশমি চুড়ির পসরা সাজিয়ে
গিয়েছিনু তার তরে,
বেশভূষা দেখে চিনে ফেলল
লুকালো গিয়ে ঘরে ।
যার লাগি কাদা জলে মাখি
ছাড়ি আপনার কথা,
আমারে বোঝে না লাজে টলে সদা
থাকে যে হেথা হোথা।
তোমার লাগি পাগল হইনু
ভুলে গেনু সব কাজ,
আমার করিব আদরে রাখিব
ভেঙ্গে ফেল এ লাজ।
*জন্মদিনের কবিতা যোগ
০৮ আগস্ট ২০১৮