বৃষ্টি এলো আকাশ থেকে
ঝমঝমিয়ে বোল তুলে,
বৃষ্টি এলো নদীর বুকে
সাদা পরীর পাখ মেলে।
বৃষ্টি এলো কদম গাছে
ফুল গুলোকে স্নান করাতে
বৃষ্টি এলো ধানের ক্ষেতে,
চারায় নতুন প্রাণ জোগাতে।
বৃষ্টি এলো টিনের চালে
মাদল বাজার সুর তুলে,
বৃষ্টি এলো কড়া রোদে
একটু খানি শাসিয়ে দিতে।
বৃষ্টি এলো সবার কাজে
একটু খানি দম দিতে,
বৃষ্টি এলো চাতক পাখির
ঠোটে একটু জল দিতে।
বৃষ্টি এলো একপশলা
রংধনুর সাত রঙ নিয়ে,
বৃষ্টি এলো গাছের ডালে
ভেজা পাতার ঘ্রাণ নিতে।
বৃষ্টি এলো প্রকৃতিতে
সবুজেরই রূপ বাড়াতে,
বৃষ্টি এলো মানব মনের
কষ্ট আর দুঃখ সারাতে।
রচনাকালঃ ২০ এপ্রিল ২০১৭ খ্রিষ্টাব্দ